শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
Reel Hit Video slot On line Free No Obtain মোহনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে স্হানীয় শিল্প,পণ্য প্রদর্শনী,পিঠা উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন Tomb Raider dos Pokies Online because of the Microgaming Play Totally free Slot রাজশাহীতে তারুণ্যের উৎসবে ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন রাজশাহীতে শীতার্ত দু:স্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের আয়োজনে শীত বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে অপহৃত সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে পাবনা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩০ ডিসেম্বর ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নারী চিকিৎসককে উদ্ধারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পাবনায় অভিযান চালিয়ে ওই নারী চিকিৎসককে উদ্ধার করা হয়েছে।

অপহরণকারীদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে গতকাল সোমবার ভোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশেল চন্দ্রিমা থানাধীন এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের সঙ্গে তার বাবাকেও জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় একটি চক্র। পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে যান অপহরণকারীরা। পরে থানা পুলিশ তাকে স্বজনদের হাতে হস্তান্তর করে।

অপহৃত নারী চিকিৎসক রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সবেমাত্র ডেন্টাল বিডিএস শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার ভোরে চন্দ্রিমা এলাকার বাসা থেকে বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় তার মাকেও আহত করে রেখে যায় অপহরণকারীরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় চারজনের নামে মামলা করেছেন ওই নারী চিকিৎসকের বাবা। পুলিশ বলছে, প্রেমের সম্পর্কের জেরেই এই অপহরণ। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। শনাক্ত করতে পেরেছেন অপহরণকাজে ব্যবহৃত গাড়িটি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, আমরা প্রাথমিক তদন্তে যতটুকু তথ্য পাচ্ছি, ওই নারী চিকিৎসকের সঙ্গে অপহরণকারীর সম্পর্ক ছিল। অপহরণকারী একজন ফ্রড টাইপের লোক। ভুয়া পরিচয় দিয়ে সম্পর্ক গড়তেন। পরে বুঝতে পারায় সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইলে এ ঘটনা ঘটান।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, অপহরণের মূলহোতা হিসেবে তারা তানভীর খান তাজ রওশন আলম নামের একজনের নাম পেয়েছেন। কেউ বলছেন, ওই ছেলের সঙ্গে নারী চিকিৎসকের বিয়ে হয়েছিল। কেউ বলছেন, বিয়ে হয়নি। তার নেতৃত্বেই ওই চিকিৎসককে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের দাবি।

 

জানিজ/অন/২৪


আরো পড়ুন

মন্তব্য