রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে পেঁয়াজ আমদানি বন্ধে চাষিদের স্মারকলিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল চাঁপাইনবাবগঞ্জে কিডস্ ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

রমেক হাসপাতালে এক দালালের ৩ মাসের কারাদণ্ড

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

প্রথম পাতা ডেস্ক : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদক ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়েছে। সোমবার দুপুরের ওই অভিযানে এক দালালকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড প্রদান করেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় রংপুর দুুদকের উপ-পরিচালক মো. শাওন মিয়া উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন থেকে দালালদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় দুদক ও জেলা প্রশাসনের উদ্যোগে। এসময় নগরীর দর্শনা এলাকার দিপন চন্দ্র (৩০) নামে এক দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।


আরো পড়ুন

মন্তব্য