মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

মোহনপুরে সিএনজি-ভুটভুটির সংঘর্ষে সেনা সদস্য ও ইমাম নিহত

ফিরোজ আলম
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে সিএনজির সঙ্গে ভুটভুটির সংঘর্ষে পলাশ নামের ২১ বছরের এক সেনা সদস্য ও আব্দুল কুদ্দুস নামের ৪১ বছর বয়সী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। এবং নিহত মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস একই জেলার রাণীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত পলাশ ও কুদ্দুস দুজনে একটি সিএনজি গাড়িতে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেটের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় সিএনজির যাত্রী পলাশ এবং আব্দুল কুদ্দুস গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের পরিবারের কাছে হস্তানতর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আরো পড়ুন

মন্তব্য