মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় আহতকে মৃত ভেবে তুলে নিয়ে পালানোর সময় আটক ২

ফিরোজ আলম
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মোহনপুর উপজেলা বাকশিমইল ইউপির ভাতুড়িয়া সইপাড়া মোড়ে এক ব্যক্তি পিকআপের ধাক্কায় আহত হয়েছে।

বুধবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, মোহনপুর উপজেলা ভাতুড়িয়া গ্রামের জেকের আলীর ছেলে মহাইমিনুল (২২)। তবে ঘটনার পর পিকআপ চালক আহতকে মৃত ভেবে উঠিয়ে নেয়ার চেষ্টা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি তার বন্ধুকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখে বাড়ী ফেরার পথে রাজশাহীর দিক থেকে আসা একটি পিকআপ তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে পিকআপের চালকসহ গাড়িতে থাকা ব্যক্তিরা আহত ব্যক্তি মারা গেছে ভেবে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তিনিও গাড়িতে চেপে বসেন। পরে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে এলাকার লোকজন কেশরহাট এলাকায় গাড়িটি আটক করে। একই সাথে গাড়ির চালক ফিরোজ মিয়া (৩০), সঙ্গে থাকা হেল্পার শ্রীঃ শিপেন দাস (২২) আটক করা হয়। আর পিকআপ চালক ও হেলপার দুজনকেই পুলিশ হেফাজতে নেয়।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো পড়ুন

মন্তব্য