ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শপথ গ্রহন করার পর বুধবার (২৬-শে জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রকৌশলী নুরনাহার, সমাজসেবা অফিসার ইমাম হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সকল দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।