বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

মোহনপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বকুলের অভিষেক

ফিরোজ আলম
প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

 

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুলের অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই জুলাই)
সময় ১১.০০ ঘটিকায় উপজেলা মিলানায়তনে এ আয়োজন করা হয়।

অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান।পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাবেক প্রচার সম্পাদক খন্দকার সামছুল আলম।

প্রধান অতিথি বক্তব্য রাখেন (পবা-মোহনপুর) রাজশাহী- ৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ, মহিলা ভাইচ চেয়ারম্যান হাবিবা বেগম। মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, ৫নং বাকশিমইল ইউ পি চেয়ারম্যান আব্দুল মান্নান, ১নং ধুরইল ইউ পি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ৩নং রায়ঘাটি ইউ পি সাবেক চেয়ারম্যান ওসমান আলী, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি রুস্তম আলী প্রমাণিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ মোহনপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণরা।

এসময় বক্তব্যে এমপি আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, সেই স্লোগান যেন আমরা সকলেই একসাথে করতে পারি। আমি বিশ্বাস করি উন্নয়ন ধারাকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল সকল জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করবে। আপনারা বকুল চেয়ারম্যানকে উন্নয়নের লক্ষ্যে সার্বিক সহযোগিতা করবেন।


আরো পড়ুন

মন্তব্য