মান্দা (নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাদিরগঞ্জ বাজারে আয়োজিত এই কর্মি সমাবেশে সভাপতিত্ব করেন নুরুল্লাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সমবায় দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ড্যাব -নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুবনেতা আল মামুন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম শিলাল, ডাঃ রইস উদ্দিন, শ্রমিক দলের গোলাম মোর্শেদ, আমিনুল ইসলাম বাবু প্রমুখ নেতৃবৃন্দ।সমাবেশ পরিচালনা ও সঞ্চালনা করেন নুরুল্লাবাদ ইউনয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।।
সমাবেশের প্রধান বক্তা ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই আগামিতে বিএনপি দেশসেবার সুযোগ নিতে চায়, অন্য কোন পথে নয়। সেজন্য তিনি বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।