সবুজ ইসলাম: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীর পবায় গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নওহাটা কলেজ মোড়ে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আল আমিন। নওহাটা পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক সোহেল রানার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক গোলাম মাওলা প্রিন্স, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, উপজেলা আহব্বাক কমেটির সদস্য আশিক আহমেদ অন্তর, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ কবির, সিনিয়র সভাপতি রাব্বি ইসলাম, সাধারণ সম্পাদক শামিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জনি, পারিলা ইউনিয়নের সভাপতি হুমায়ন কবির, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আলী, পারিলা ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক সাগর আলী, নওহাটা পৌরসভার ছাত্রদলের সদস্য মাসুদ কবির, শাম্মি, মুবিন, ইমরুল প্রমুখ।
এইসময় নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের সময়কার স্বৈরশাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।