সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা নূরানী তা- লীমুল কোরআন মাদ্রাসা, এতিম খানা, হেফ্জ ও কিতাব খানায় সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ ও মহিলা মাদ্রাসার ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
(২৭ এপ্রিল) শনিবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ আবদুর রশিদ এমপি।
বিশেষ অতিথি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডঃ মোঃ হারুন অর রশিদ, সহ সভাপতি এম এ গণি, পৌর আওয়ামীলীগে সভাপতি মিজানুর রহমান, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য ফতেহ লোহানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।