বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া এসআই আটক

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
ভুয়া এসআই

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাঁকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এই যুবককে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আবদুল কাদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণাও করতেন। সহজে প্রতারণা করতে তিনি এসআই হিসেবে মিথ্যা পরিচয় দিতেন।

তিনি আরও জানান, আটকের পর প্রতারিত এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন।

 

আজকের পত্রিকা 


আরো পড়ুন

মন্তব্য