ঈদের দিনে স্কুল খোলা থাকায় ভারতের হরিয়ানায় জিএল পাবলিক স্কুলের বাস উল্টে ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে হরিয়ানার মহেন্দ্রাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সকালে স্কুলে যাওয়ার পথে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, বাসের চালক মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিল।এ ঘটনায় জড়িত তিনজনের মধ্যে একজন হলেন স্কুলের অধ্যক্ষ যাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঠিক আগে বাস থেকে লাফিয়ে পড়া চালকসহ স্কুলের সেক্রেটারি হেফাজতে নেওয়া হয়েছে।
স্কুলের বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ২০১৮ সালেই শেষ হয়েছিল। এ ঘটনায় বাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ঈদের দিন স্কুল খোলা রাখা নিয়ে বিতর্ক উঠেছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা বলেছেন, কেন ছুটির দিনে স্কুল খোলা রাখা হয়েছে সে বিষয়ে জানতে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্কুলটি বন্ধ রাখা উচিত ছিল এবং এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় চালকসহ স্কুল ও বাস মালিকদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।
এদিকে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রদের মধ্যে ১৪ জনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।