সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

ভারতের নাগরিকত্ব আইন অভ্যন্তরীণ বিষয়, তবে নজর রাখছে বাংলাদেশ

প্রথম পাতা ডেস্ক
প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন (সিএএ) তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ প্রতিবেশী হিসেবে বিষয়টির দিকে নজর রাখছে।

শনিবার (১৬ মার্চ) চট্টগ্রামে এক অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিকরা ভারতের নতুন নাগরিকত্ব আইন বিষয়ে বাংলাদেশের অবস্থান জান‌তে চাইলে তি‌নি এ কথা ব‌লেন।

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কি? জবাবে মন্ত্রী ব‌লেন, এটা ভার‌তের অভ্যন্তরীণ বিষয়। ত‌বে প্রতি‌বেশী হিসেবে বাংলাদেশ বিষয়‌টির দি‌কে নজর রাখ‌ছে।

যুক্তরাষ্ট্রের একটি দপ্তর আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। এ প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো দপ্তর তাদের মতামত দিতেই পারে। তারা বলেছে, বিরোধী দল অংশগ্রহণ করেনি। বাংলাদেশে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৯টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। কোনো বিশেষ রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করা, সেটি সরকারের ওপর বর্তায় না, সেটি সেই দলের দায়িত্ব।

তি‌নি ব‌লেন, সেই দল বরং নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল, সেই লক্ষ্যে দেশে সহিংসতা ঘটিয়েছিল এবং সেই সহিংসতার সঙ্গে যারা যুক্ত ছিল, তাদেরকেই শুধু গ্রেপ্তার করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কাজ করছে। আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে আরও ঘনিষ্ঠ করার জন্য এবং আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, সেটিকে আরো বিস্তৃত করার লক্ষ্যে আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে কাজ করার লক্ষ্যে আমরা কাজ করছি।

যেকোনো দেশের ভিন্নমতকে আমরা সম্মান করি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ রাষ্ট্র আমাদের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সম্পর্ক দ্বিতীয় পর্যায়ে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছে। সুতরাং আমাদের বিবেচনায় এই অঞ্চলের নিরিখে অত্যন্ত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।


আরো পড়ুন