বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণে প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর বিশিষ্ট নাগরিকরা।
বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যোবায়ের হোসেন। এসময় রাজশাহীর আমদানি-রফতারিকারক, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় রাজশাহী তথা সারাদেশের মধ্যবর্তী শ্রেণীর মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত ভ্রমণ করে থাকে। কিন্তু বিশেষ মুহূর্তে ভারতীয় ভিসা না পাওয়ার ফলে অনেক রোগী উন্নত চিকিৎসা গ্রহণে ব্যর্থ হচ্ছেন।
এছাড়াও রাজশাহী বিসিকের অধিকাংশ ব্যবসা আমদানি ও রফতানি নির্ভর। প্রতি বছর কয়েকশ কোটি টাকা ভারতের সঙ্গে আমদানি ও রফতানির ব্যবসা হয় যা এখন ভিসা জটিলতার কারণে হুমকির মুখে পড়েছে।
এ ব্যাপারে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, আমার কিছু বলার নেই। এটি অভ্যন্তরীণ বিষয়।
স্মারকলিপি প্রদানকালে রাজশাহী বিসিকের সভাপতি হাসেন আলী, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী ওয়েব’র সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: ইন্টারনেট