রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে পেঁয়াজ আমদানি বন্ধে চাষিদের স্মারকলিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল চাঁপাইনবাবগঞ্জে কিডস্ ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

ভাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে গেল ট্রায়াল ট্রেন

প্রথম পাতা ডেস্ক
প্রকাশিতঃ রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি ট্রায়াল ট্রেন।

শনিবার সকাল ৮.৪১ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, শনিবার সকাল ৮.৪১ মিনিটে উচ্চ গতিসম্পন্ন এই ট্রায়াল ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। পরদিন ৩১ মার্চ সকালে আবার রূপদিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার ট্রায়াল ট্রেন চলাচল করবে।

ট্রায়াল ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেল লাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।


আরো পড়ুন

মন্তব্য