সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃত্যু পথ শিশুদের নিয়ে “আলোকিত ভবিষ্যৎ”  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোহনপুর থানা পুলিশ সাথে গ্রাম পুলিশদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সঞ্জয় কুমারকে সভাপতি ও রবিউলকে সাধারণ সম্পাদক করে রাবিতে MBXT এর যাত্রা শুরু চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রাজশাহীতে আরও ১৮ আসামি গ্রেফতার

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহীতে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন মো. নবীবর রহমান নবী (৫২), শাহরিয়ার আল মামুন সোহান (২৪), মো. আকিফ-ই-রাব্বি আবির (১৯), মো. সাঈদ হাসান তুষার (২৩), মো. ফয়সাল মাহমুদ তামিম (২০) ও মো. হাসান আলী শান্ত (২২)।

নবী রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পারিলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি। সোহান একই থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া এলাকার মৃত এনামুল হকের ছেলে। তিনি নওহাটা পৌরসভার ছাত্রলীগ কর্মী। আওয়ামী লীগ কর্মী আবির বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার মৃত গোলাম নবীর ছেলে। তুষার কর্ণহার থানার সরিয়াকড়ি পশ্চিমপাড়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তামিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নিশিবয়রা এলাকার মো. আব্দুল হামিদের ছেলে এবং শান্ত একই থানার লক্ষীপুর এলকার মো. শাহ আলম মন্ডলের ছেলে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ঢামেল/অন/৩৪


আরো পড়ুন

মন্তব্য