মোঃ আসাদুল্লাহ সনি,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ প্রতিক্ষার পর, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিক থেকে কয়েক দফা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে প্রাণ-প্রকৃতিতে। বিশেষ করে জেলার প্রধান অর্থকরী ফসল আমের জন্য এ বৃষ্টি আর্শিবাদ হয়ে এসেছে। তীব্র খরায় ঝড়ে পড়ছিলো আম, বৃষ্টির জন্য তাই মুখিয়ে ছিলেন এখানকার আম চাষীরা। এছাড়াও লিচু সহ অনান্য ফল ফসলের জন্য উপকারই বয়ে আনবে এ বৃষ্টি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সদর উপজেলায় ৩৬ মিলি মিটার, এরপর শিবগঞ্জে ৩০ মিলি মিটার , ভোলাহাটে ২৬ মিলিমিটার , নাচোলে ১৮ মিলি মিটার ও গোমস্তাপুওে ১৫ মিলি মিটার। সবমিলিয়ে জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ২৫ মিলি মিটার।