বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল সহ আটক-১

আসাদুল্লাহ সনি
প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
বিদেশি পিস্তল

মোঃ আসাদুল্লাহ সনি,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ১টি ম্যাগাজিন ও ৩৭ বোতলভারতীয় মদ সহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা আটককৃত হলেন, শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের শ্রী দিজেন কর্মকারের ছেলে শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০)।

গতকাল সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী একায় যানবাহন তল্লাশী করে তাকে আটক করা হয়। আজ সকালে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

এসময় তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করাহচ্ছে। এ ব্যপারে আটককৃত’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন