রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে পেঁয়াজ আমদানি বন্ধে চাষিদের স্মারকলিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল চাঁপাইনবাবগঞ্জে কিডস্ ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

বাবা হারালেন পার্থ বড়ুয়া

Sowed Mahamud
প্রকাশিতঃ রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া বাবাকে হারিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে। পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে।

বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে গত ১ মে রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ বড়ুয়া। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।


আরো পড়ুন

মন্তব্য