মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বেহাল সড়কে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা,দ্রুত সংস্কারের দাবি বোয়ালিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধার গোপন অস্ত্র, ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা সন্দেহ তানোরে ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, র‌্যাবের অভিযানে আটক ৫ মুন্ডুমালায় যুব ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত “১০ কেজি গাঁজা সহ ধরা ‘গাঁজা মেম্বার’ এখন দখলবাজ — সত্যি ফাঁসের ভয়ে সাংবাদিককে অপবাদ!” চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সাবেক মেম্বারের দখলদারিত্ব ও অবৈধ কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ক্রীড়া সংগঠক সিরাজুলকে সম্মাননা স্মারক প্রদান চাঁপাইনবাবগঞ্জ সদরে নতুন ইউএনও মো. নুরুল ইসলাম 

বরিশাল-রাজশাহী লড়াই দিয়ে শুরু এবারের বিপিএল

ক্রিড়া ডেস্ক
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২০ অপরাহ্ন

নতুন বছর শুরুর দুই দিন আগে শুরু হবে এবারের বিপিএল। তিনটি ভিন্ন শহরে ৪০ দিন ধরে হবে টুর্নামেন্টের একাদশ আসর।

বিপিএলের নতুন আসরের সূচি মঙ্গলবার ঘোষণা করেছে বিসিবি।

প্রাথমিকভাবে ২৭ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর ভাবনার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ। পরে অবশ্য তিন দিন পিছিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত সেটিই হলো।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী।

৪৬ ম্যাচের টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল ম্যাচও হবে দেশের হোম অব ক্রিকেটে। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি।

গত কয়েক আসরের মতো এবারও মিরপুরের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের সব ম্যাচ।

বরাবরের মতোই প্রতিদিন হবে দুইটি করে ম্যাচ। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয়টি হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায় আর পরেরটি সন্ধ্যা ৭টায়।

ঢাকায় প্রথম পর্বে হবে ৮টি ম্যাচ। এরপর ১২ ম্যাচের জন্য সিলেটে চলে যাবে বিপিএল। ওই মাঠে ৬ জানুয়ারি প্রথম ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স।

এরপর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। সেখানেও হবে ১২টি ম্যাচ। প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিট্যালস।

সিলেট ও চট্টগ্রামে মাঝের ২৪ ম্যাচ শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল। প্রথম রাউন্ডের বাকি ৮ ম্যাচের পর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ।

প্লে-অফ পর্বের প্রথম দিন হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন পর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে বাকিদের পেছনে ফেলা দুই দল।

প্লে-অফ পর্বের চার ম্যাচের জন্যই রাখা হয়েছে এক দিন করে রিজার্ভ ডে।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য