শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
Reel Hit Video slot On line Free No Obtain মোহনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে স্হানীয় শিল্প,পণ্য প্রদর্শনী,পিঠা উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন Tomb Raider dos Pokies Online because of the Microgaming Play Totally free Slot রাজশাহীতে তারুণ্যের উৎসবে ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন রাজশাহীতে শীতার্ত দু:স্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের আয়োজনে শীত বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফুল দিতে এলেন না কেউ

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

এবার বুদ্ধিজীবী দিবসেও রাজশাহীর বাবলাবন বধ্যভূমি স্মৃতিসৌধের প্রধান ফটকের তালা খোলা হয়নি। শনিবার দুপুর পর্যন্ত সেখানে কেউ ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাও জানাতে যাননি। রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় টি-বাঁধের এক পাশে অবস্থিত এই স্মৃতিসৌধ।

১৯৭১ সালের ২৫ নভেম্বর রাজশাহীর শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর তাঁদের হত্যা করে গণকবর দেওয়া হয় শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর পাড়ের বাবলাবনে। স্বাধীনতা অর্জনের পর ৩০ ডিসেম্বর এই বধ্যভূমিটির সন্ধান পাওয়া গিয়েছিল।

অনেকে মনে করেন, যে ১৭ জন শহীদের মরদেহ এখানে পাওয়া যায়, তাঁদের জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যা করা হয়েছিল। কারণ, তাঁদের একই রশিতে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়, কিন্তু শরীরে বুলেটের চিহ্ন ছিল না। স্বাধীনতার পরও বধ্যভূমিটি দীর্ঘদিন অনাদরেই পড়ে ছিল। ১৯৯৫ সালের ২৫ নভেম্বর এই শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক বসানো হয়। এর উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী মীর আবদুল কাইয়ুমের স্ত্রী মাসতুরা খানম। সেদিন অভিনেতা আসাদুজ্জামান নূর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য এখানকার মাটি সংগ্রহ করে নিয়ে যান। ওই স্মৃতিফলক স্থাপনের পরও কেটে যায় অনেক দিন। ২০২০ সালে বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ‘মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ’ প্রকল্পের আওতায় বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এর প্রধান ফটকে সব সময় তালাই লাগানো থাকে। ২৫ নভেম্বর বাবলাবন গণহত্যা দিবস পালন করা হয়ে থাকে। সেদিনও তালা খোলা হয় না। বুদ্ধিজীবী দিবসেও অনেকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। সেদিনও খোলা হয় না প্রধান ফটকের তালা।

শনিবার দুপুরে টি-বাঁধে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধে তালা ঝুলছে। স্মৃতিসৌধের সামনেই ফুলের দোকান স্বপন আলীর। তিনি জানান, সকাল ১০টায় তিনি দোকানে এসেছেন। কেউ শ্রদ্ধা জানাতে এসেছেন, এমনটি দেখেননি। সকাল থেকে স্মৃতিসৌধের ফটকের তালাও খোলা হয়নি।

সকাল ৯টায় দোকানে এসেছেন স্মৃতিসৌধের সামনের চিপসের দোকানি হুমায়ন কবির। তিনি জানালেন, সকাল থেকেই তিনি স্মৃতিসৌধের ফটক তালাবদ্ধই দেখেছেন। গত ২৫ নভেম্বর বাবলাবন দিবসেও ফটকের তালা খোলা হয়নি। ফটক বন্ধ পেয়ে কেউ ঘুরে গেছেন কি না, তিনি দেখেননি।

আগে এই স্মৃতিসৌধের গেটের তালার চাবি থাকত টি-বাঁধের আরেক দোকানি মো. বাচ্চুর কাছে। তিনি বলেন, ‘আমি কয়েক বছর বিশেষ দিনগুলোতে তালা খুলে দিতাম। ঝাড়ু দিতাম। দেখভাল করতাম। এ জন্য আমাকে ৫০০ টাকাও কোনো দিন দেয়নি। তাই চাবি এলজিইডি অফিসে জমা দিয়েছি। এখন কেউ তালা খোলে কি না, আমি জানি না। আজও খুলতে দেখিনি।’

এই বধ্যভূমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মীর আবদুল কাইয়ুম, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নাজমুল হক সরকার, সরকারি কর্মকর্তা আবদুল হক সরকার, ব্যবসায়ী আজিজুল হক চৌধুরী, শামসুল ইসলাম, আইনজীবী সুরেশ, বীরেন সরকার, মকবুল হক চৌধুরী, আলতাফ হোসেন, মির্জা সুলতান, মির্জা আজিজুর রহমান, নওরোজ দৌল্লাহ খান, আমিনুল হক, তৈয়ব আলী, আলাউদ্দিন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মুক্তার মরদেহ পাওয়া গিয়েছিল। একই রশিতে বাঁধা ছিল তাঁদের দেহ। পরনের পোশাক ও হাতের আংটি দেখে স্বজনেরা তাঁদের শনাক্ত করেন।

গত বছরও বুদ্ধিজীবী দিবসে এই বধ্যভূমির স্মৃতিসৌধে তালা লাগানো ছিল। জাতীয় শ্রমিক লীগের জেলা শাখা ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে সেদিন তালা ভাঙেন। এর আগের বছর ২০২২ সালের ১৪ ডিসেম্বরও তালা লাগানো ছিল। সেদিনও জনমানব উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠনের সদস্যরা তালা ভেঙে ভেতরে ঢোকেন।

এবারও তালা লাগিয়ে রাখার ব্যাপারে কথা বলতে দুপুরে এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহা. নাশির উদ্দিনকে ফোন করা হলে তিনি ধরেননি। সন্ধ্যায় তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

পিআলো/জা/০১


আরো পড়ুন

মন্তব্য