ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এবং এর পাশাপাশি জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ কার্যক্রম শুরু করেছে অধিদপ্তরটি।
বুধবার (৬-ই নভেম্বর) সময় সাড়ে ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
সরিষা ৭,০০০ হাজার জন, গম-৫০ জন, ভূট্টা-৫০ জন, পেয়াজ-৫০ জন, মসুর-৫০, খেসারি- ১০, অড়হর-৪০, সর্বমোট: ৭,২৫০ জন কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আয়সা সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবীসহ সাংবাদিক বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল অফিসার ও স্টার্ফ বৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৭,০০০ হাজার জন কৃষককে সরিষা বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ১০ (দশ) কেজি করে উদ্বোধন অনুষ্ঠানে বিতরণ করা হয়েছে।