মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার দলিল লেখক সমিতির সদস্য মোঃ আফসার আলী কবিরাজ(৬০) এর মৃত্যুেত বুধবার সকাল ১০থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে দলিল লেখক সমিতির সদস্যরা।
পুঠিয়া দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত-সভাপতি কয়েস উদ্দিন জানায়, উপজেলার ভাল্লুকগাছী খামারপাড়া গ্রামের মৃত আব্বাস আলী কবিরাজের ছেলে মোঃ আফসার আলী কবিরাজ পুঠিয়া দলিল লেখক সমিতির সদস্য হিসেবে ছিলেন এবং দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৭/১০/২৪ তারিখে তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। তার সম্মানে বুধবার ১০টা থেকে ১১টা পর্যন্ত কলম কর্মবিরতি কর্মসূচি পলন করেন সমিতির সদস্যরা।