এর আগে বুধবার দিবাগত রাতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। ফলে সকাল থেকে ক্যাম্পাসে অচলাবস্থার তৈরি হয়। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেননি।
শিক্ষার্থীদের দাবি, স্বতন্ত্র পরিদফতর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের দশম গ্রেড দেয়া, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ নিয়ে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। তাদের এই আন্দোলন যৌক্তিক।