প্রচ্ছন্নে তোমার গল্প;
কবি – প্রত্যয় সাহা।
বেঁচে থাকা মূলত উৎসব;
বেঁচে আছি –
শুধু যে তোমারই কথা ভাবি আর লিখি আজীবন,
জেনেছো কি তা?
বিষন্ন সন্ধ্যায় মনে পরে তোমাকে ,
রাত্রি ক্রমশ বেড়ে শিউলি ফুলের গন্ধ আনে!
চারিদিকে অন্ধকার- স্বর্গ দেখি,
অথচ তুমি থাকো একাকী ভোরে।
আবোল তাবোল শব্দের ভায়োলিন;
আধিপত্য জুড়ে তুমি নামের আনাগোনা চলে।
জ্বর ভর্তি শরীর নিয়ে আমি যে কবিতা লিখি ,
সেখানে বিষয়বস্তু হওয়া উচিত ছিল;
ইনটেনসিভ কেয়ার ইউনিট!
অথবা বৃহৎ পরিসরে বাঁচা মরার গল্প।
কিন্তু ওখানেও তোমার বিস্তার।
সবটা জুড়ে তুমিময় আস্ত হাহাকার থাকে।
তোমারে যে একবার চেয়েছে ,
কেন যে তার সাথে সহজ হতে পারিনি!
তবুও ; আমার তাবৎ দুনিয়া জুড়ে হতাশার বাস,
এলএসডি অগ্রাহ্য করার মতো ,
তোমাকে অগ্ৰাহ্য করতে পারিনি রিদিতা।