মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

প্রচ্ছন্নে তোমার গল্প; কবি – প্রত্যয় সাহা

প্রথম পাতা
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
Oplus_0

প্রচ্ছন্নে তোমার গল্প;

কবি – প্রত্যয় সাহা।

 

বেঁচে থাকা মূলত উৎসব;

বেঁচে আছি –

শুধু যে তোমারই কথা ভাবি আর লিখি আজীবন,

জেনেছো কি তা?

 

বিষন্ন সন্ধ্যায় মনে পরে তোমাকে ,

রাত্রি ক্রমশ বেড়ে শিউলি ফুলের গন্ধ আনে!

চারিদিকে অন্ধকার- স্বর্গ দেখি,

অথচ তুমি থাকো একাকী ভোরে।

 

আবোল তাবোল শব্দের ভায়োলিন;

আধিপত্য জুড়ে তুমি নামের আনাগোনা চলে।

জ্বর ভর্তি শরীর নিয়ে আমি যে কবিতা লিখি ,

সেখানে বিষয়বস্তু হওয়া উচিত ছিল;

ইনটেনসিভ কেয়ার ইউনিট!

অথবা বৃহৎ পরিসরে বাঁচা মরার গল্প।

কিন্তু ওখানেও তোমার বিস্তার।

সবটা জুড়ে তুমিময় আস্ত হাহাকার থাকে।

 

তোমারে যে একবার চেয়েছে ,

কেন যে তার সাথে সহজ হতে পারিনি!

তবুও ; আমার তাবৎ দুনিয়া জুড়ে হতাশার বাস,

এলএসডি অগ্রাহ্য করার মতো ,

তোমাকে অগ্ৰাহ্য করতে পারিনি রিদিতা।


আরো পড়ুন

মন্তব্য