চলতি মাসের গত ১১ মার্চ ও ১২ মার্চ ধারাবাহিকভাবে কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টালে ‘সুদের টাকার কারণে মারধর ক্ষোভে যুবকের আত্মহত্যা’ ছাড়াও নানান শিরোনামে প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ করেছেন রাজশাহীর তানোর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক বিএম আহম্মেদ।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজগুলোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, ২০২৩ সালে আমার সাথে তৎকালীন সময়ে সুসম্পর্ক থাকার সুবাদে আরিফ হোসেন নামে স্থানীয় ওই যুবক ভুটভুটি ‘গাড়ি কিনার কথা বলে ৮১ হাজার টাকা ধার নেয়। কিন্তু এ টাকা আজ দিবো, কাল দিবো করে, সে আর আমার পাওনা টাকা পরিশোধ করেননি। এমনকি আমার মতো, একইভাবে ওই আরিফ স্থানীয় অনেকের কাছ থেকেও টাকা ধার নিয়ে রেখেছিলো। তবে সে কোনো পাওনাদারেরাই পাওনা টাকা আর পরিশোধ করতে পারেননি।
এনিয়ে প্রতিনিয়িত পাওনাদারদের সাথে নিহত আরিফের বিবাদ লেগেই থাকতো। এমনকি সম্প্রতি অন্যান্য পাওনাদাররা তাঁর ভুটভুটি গাড়িটি কেড়ে নিতে চাইলে এ ভয়ে সে এবং তার চাচাতো ভাই দেলোয়ারসহ আরো অনেকেই উপস্থিত থেকে তার নিজ জায়গায় স্বেচ্ছায় গাড়িটি গাছের সাথে শিকল বেঁধে তালা বদ্ধ করে রেখে চাবিটি নিজের কাছে রেখে দেয়। পরে সে অন্যজনের গাড়িতে কাজ শুরু করেছিলো। এদিকে, অন্যান্য পাওনাদাররা টাকার জন্য তাঁকে নানান সময়ে বলতে থাকলে সে মানষিক অশান্তি এবং পারিবারিক অশান্তি থেকে নিজে থেকেই গত ১১ মার্চ/২০২৫ রাত ১০টায় নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে সে। তবুও কিছু ব্যক্তি রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে গণমাধ্যমকর্মীদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দায়ের করেছে। যা প্রচলিত আইন অনুসারে মোকাবিলা করবো আমি। এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে ও একনিষ্ঠ কর্মী হিসেবে আজীবন থাকবো। ইনশাল্লাহ, সত্যের জয় হবেই। কিন্তু উক্ত পত্রিকা সমূহে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মূলত রাজনৈতিক প্রতিহিংসায় চরিতার্থ করার জন্য এহেন কর্মকান্ডে লিপ্ত হয়েছে একটি পক্ষ। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিএম আহম্মেদ
উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক,
তানোর, রাজশাহী।