শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহী কলেজ ছাত্রী নিবাসের খাবারে পোকা রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি! জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত কারাগারে চির বৈরী এনামুল-কালাম এক খাবার ভাগ করে খাচ্ছেন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প রাজশাহী পুলিশের সাবেক কমিশনারসহ ২২১ জনের নামে মামলা রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে ১০ শিক্ষার্থী ধরা

পদ্মা নদীতে ডুবে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিতঃ শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে রোববার গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)।

বাপ্পী এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেন এবং মনির পেশায় একজন নির্মাণ শ্রমিক।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবু সামা নিউ এজকে জানান, দুপুর ১টার দিকে পবা উপজেলার নবগঙ্গা ঘাট এলাকায় একদল যুবক গোসল করতে নদীতে যায়।

তিনি বলেন, ‘গোসল করতে গিয়ে বাপ্পী ও মনির পানিতে ডুবে গেছে’।

রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো পড়ুন

মন্তব্য