কাওছার হাবিব, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে নওগাঁর পত্নীতলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। এ মেলায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ নিয়ে এসেছেন।শনিবার (২০ এপ্রিল) উপজেলা মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে ধারনা দিতে ও আগ্রহী করে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার কৃষক ও কৃষি সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। মেলায় মোট ১৮টি স্টল রয়েছে।এ সময় কৃষকদের মাঝে বিনামূল্যের সার, বীজ ও আমের চারা গাছ বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন, কৃষি অফিসার কৃষিবিদ মো: শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) শহিদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।