মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

পুঠিয়া ইউপি নির্বাচনে জয়ী জাহাঙ্গীর আলম জুয়েল

মোঃ আরিফুল হক (রুবেল)
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
নির্বাচনে

মোঃ আরিফুল হক (রুবেল) পুঠিয়া প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন খ. ম জাহাঙ্গীর আলম জুয়েল। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৪শ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ খাঁন ঝন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৭ ভোট। অপর প্রার্থী আনোয়ার হোসেন মোটর-সাইকেল প্রতিকে পেয়েছেন ১৩৭ ভোট।

রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার সুস্মিতা রায় এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেলে ৪ টা পর্যন্ত। ইউনিয়নটিতে চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ২৯৭। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৬৯৩, পুরুষ ৬ হাজার ৬০৩ ও হিজরা ১ জন। ভোট পড়েছে ৯ হাজার ৬শ ৫০টি।


আরো পড়ুন