জাকির হোসেন,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সেবা সপ্তাহের উদ্বোধন হয়, চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আঃ লতিফ, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম।
জনসচেতনতামূলক সভায় বক্তারা স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করনে নাগরিকদের স্মার্ট হতে এবং দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।