বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

নিয়ামতপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সাবরেজিষ্ট্রি অফিসের সংবর্ধনা প্রদান

জাকির হোসসেন
প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

জাকির হোসেন,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে দ্বিতীয়বারের মতো জয়ী চেয়ারম্যান ফরিদ আহম্মেদকে সংবর্ধনা প্রদান করেছে সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল লেখক সমিতি। আজ সকালে সাবরেজিষ্ট্রি অফিসে এ সংবর্ধনা প্রদান করা হয়। সাবরেজিস্টার মুক্তিয়ারা খাতুনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাসসহ দলিল লেখক সমিতির সাধারণ সদস্য ও নকল নবিশের সদস্যরা। আলোচনা সভা সঞ্চালনা করেন শাহাজামান বুদু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, নির্বাচনে অনেকেই বিভক্ত হয়ে পড়েছিল। নির্বাচনে আপনাদের সকলের ভোটেই পুনরায় নির্বাচিত হয়েছি। সকলকে সঙ্গে নিয়েই আগামীতে উন্নয়নে অবদান রাখতে চাই।

আলোচনা সভার পরে নবনির্বাচিত চেয়ারম্যানকে ক্রেষ্ট প্রদান করেন সাবরেজিস্টার ও দলিল লেখক সমিতির নেতারা।


আরো পড়ুন

মন্তব্য