বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

নিয়ামতপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাকির হোসেন
প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

জাকির হোসেন,নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সোমবার (১০জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ
মোরশেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব আলম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু, উপজেলা নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান নঈম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমূখ।
প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা। #


আরো পড়ুন