জাকির হোসেন,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফরিদ আহম্মেদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০ হাজার ৭শ ৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৩ শ ৩৯ , জাহিদ হাসান বিপ্লব হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২শ ২৮, ইশ্বর চন্দ্র বর্মন পেয়েছেন ১৬ হাজার ৪শ ৩২ ভোট। অন্য দুই প্রার্থী আবেদ হোসেন মিলন ও সোহরাব হোসেন তুলনামূলক কম ভোট পেয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন রায়হান কবির রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নাজমিন আরা খাতুন।
আজ সকাল ৮ থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ২ লক্ষ ১১ হাজার ৭শ ৫৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৪ হাজার ৮শ ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলায় প্রাপ্ত কাস্টিং ভোটের হার ৪৯.৫০%।