মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

দেশের মাঠে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা

খেলা ডেস্ক
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

৫টি টি-টোয়েন্টির সবকটিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবে ভারতীয় মহিলা দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার সিরিজের সফরসূচি প্রকাশ করেছে।

পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সবকটিই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতীয় মহিলা দল ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে এবং তারপরে তারা ২৮ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে।

বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২, ৭ এবং ৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় দল ১০ মে দেশ ছাড়বে।

বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে।


আরো পড়ুন