রাজশহী শিবিরে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত বিলাল। এক ভিডিও বার্তায় এই পেসার বাংলায় দুর্বার রাজশাহী সমর্থকদের স্বাগত জানান। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছো, রাজশাহী?’
‘আমি বেলাল খান, ২০২৫ এর বিপিএলের জন্য দুর্বার রাজশাহী পরিবারে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। আপনাদের সমর্থন ও ধৈর্য পার্থক্য গড়ে দেবে। গ্যালারি থেকে আপনাদের সমর্থন পেতে আমার তর সইছে না। সবাই মাঠে আসুন, গলা ফাটান এবং অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করুন। মাঠে দেখা হবে।’ যোগ করেন বিলাল।
পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেয়া বিলাল স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০-৪ ম্যায়ে ১৮.৮৯ গড়ে ১৩৮ উইকেট শিকার করেছেন। ওভারপ্রতি রান দেয়াতেও বেশ হিসাবই তিনি, ৬.৯৯ রান দিয়েছেন।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দুর্বার রাজশাহী। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।