মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

নওহাটায় অতিতাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ 

পবা উপজেলা প্রতিনিধি
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
তাপদাহে তৃষ্ণার্ত

পবা উপজেলা প্রতিনিধি:  পবার নওহাটায় অতিতাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেছে ‘এসো বদলে যাই’ সামাজিজ সংগঠন। শনিবার (২৭ ই এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত নওহাটা পবা থানা মোড়, আকবরি মসজিদ, ব্রীজঘাট সহ পৌর এলাকায় সাধারণ পথচারী, গাড়ি চালক,যাত্রী, শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। তীব্র গরমে বিনামূল্যে শরবত পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।

এদিন সকালে শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি এইধরণের জনকল্যাণকর উদ্যোগ গ্রহণ করায় এসো বদলে যাই সংগঠন কে অনুপ্রাণিত করেন। ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু’র সার্বিক তত্বাবধানে এইসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারু হোসেন ডাবলু, নওহাটা পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লব।

উপস্থিত ছিলো এসো বদলে যাই সংগঠনের সদস্য মোজাম্মেল হক, আসাদুজ্জামান, রমজান আলী, বুলবুল, প্রমুখ।

 

হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারে


আরো পড়ুন