মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Sowed Mahamud
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সৈয়দ মাহমুদ শাওন : রাজশাহীর তানোরে উৎসব মুখর পরিবেশে পৌরশহরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোল্লাপাড়া বণিক সমিতির কার্যালয়ে একটানা এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মাছ প্রতীকে ২৬৯টি ভোট পেয়ে জাহাঙ্গীর আলম (জানে আলম) সভাপতি ও আম প্রতীকে ২৬৩টি ভোট পেয়ে টিপু সুলতান এবং মোরগ প্রতীকে ৩০৪টি ভোট পেয়ে তুহিন শাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রাকিবুল হাসান পাপুল সরকার বলেন, ভোটারগণ লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোটগ্রহণ সুষ্ঠ করতে থানা পুলিশের একটি দল, অন্যান্য নির্বাচন কমিশনার, ভোটগ্রহণকারী ও সাংবাদিক সহ সকলকে সর্বাত্মক চেষ্টা করেন। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬৩ জন। সদ্য সমাপ্ত হওয়া এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

এদিকে, শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়ী তিন প্রার্থীই রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।


আরো পড়ুন

মন্তব্য