সৈয়দ মাহমুদ শাওন : রাজশাহীর তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টায় তানোর সদরের অর্কিড স্কুল এন্ড কলেজ সংলগ্ন ভবনের উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম ও নয়ন কুমার সহ অনেকে।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সার্বিক উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।