রাজশাহী তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে।
এর আগে সকাল ৬ টায় তানোর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধধনি ও শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকায়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত করে।
মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান। তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণাবাস হাসদাকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার হাসপাতাল, এতিমখানা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এবং উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
পরে প্রতিবছরের ন্যায় তানোর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।