সৈয়দ মাহামুদ শাওন ( রাজশাহী) : রাজশাহীর তানোরে মুন্ডুমালা ঝলঝলিয়া স্বাধীন বাংলা ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে মাদক ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করণে সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ঝলঝলিয়া গ্রামে ঝলঝলিয়া স্বাধীন বাংলা ক্লাবের সভাপতি দিলীপ মার্ডীর সভাপতিত্বে ও সেক্রেটারি শ্রীকান্ত হেমরমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মি. প্রভাত টুডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন,মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. কামেল মার্ডী,মুন্ডুমালা কামিল মাদরাসা সহকারী শিক্ষক (কম্পিউটার) তৌহিদুর ইসলাম রেজা, মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি কমলেশ দাস,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. এ্যান্ড্রিকাশ মুর্মু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুরুল হোদা,চিনাশো ভিডিসি সভাপতি মাইনুল ইসলাম ও স্থানীয় সামাজিক সুধীজন।