তানোর (উপজেলা) প্রতিনিধি : স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সফল পরিবার গড়ি” প্রতিপাদ্যে রাজশাহীর তানোরে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার সরনজাই বালিকা উচ্চবিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন তানোর এপি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
তানোর এপি সিনিয়র পোগ্রাম অফিসার লরেন্স মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে তানোর এপি সিনিয়র পোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু,সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোখলেসুর, প্রদীপ কুমার, মোফাজ্জল হোসেন, এনামুল হক, আফরোজা খাতুন ও গ্রাম উন্নয়ন কমিটি সদস্য শিশু ফোরাম,যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, একইদিন (বুধবার) দুপুরে সরনজাই পিএফএ লক্ষিত ইউপিজি উপকারভোগীদের নিয়ে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণ দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একিন আলী।