মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

তানোরে ইউপি আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন সোহেল
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন সোহেল

রাজশাহী তানোর উপজেলার কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চলতি মাসের ২৫ মার্চ (১৪ রমজান) কামারগাঁ ইউপির ছাঁওড় বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্তরে ইউপি(দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদের সভাপতিত্ব ও ইউপি সদস্য (উত্তর) আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সঞ্চালনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুনসেফ আলী। উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল শাহা। উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান। কলমা ইউপি (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। কামারগাঁ ইউপি আওয়ামী লীগ নেতা প্রভাত মিধা। কামারগাঁ যুবলীগ নেতা সাফিউল। যুবলীগ নেতা হায়দার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর রহমানসহ কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।


আরো পড়ুন