জাতীয় ক্রিকেট লিগের ২৬তম আসর শুরুর দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ। প্রথম দিন শেষে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে রাজশাহী রানের পাহাড় গড়েছে। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৫ রান।
সিলেটে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া রাজশাহী শুরুতে অবশ্য চাপেই পড়েছিল। দলীয় ৭২ রানে সাব্বির হোসেন (১৮) ও হাবিবুর রহমান (১৩) ফেরেন। তবে তৃতীয় উইকেটে তানজিদ ও প্রীতম কুমার ১০৫ রানের জুটি গড়েন। প্রীতম ৪৬ রান করে আউট হন। চতুর্থ উইকেটে এবার ফরহাদ হোসেনকে সঙ্গে নিয়ে জুনিয়র তামিম এগিয়ে নেন দলকে। ৭৪ রানের জুটির পর ফিরতে হয় সেঞ্চুরিয়ান তানজিদকে। আউট হওয়ার আগে চতু্র্থ সেঞ্চুরি তুলে নেন। আজ আউট হয়েছেন ১৪১ রানে। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১৯ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তানজিদ।
প্রথম দিন শেষে ফরহাদ আছেন সেঞ্চুরির অপেক্ষায়। দিন শেষে তিনি ৯১ এবং শাকির হোসেন ৬১ রানে অপরাজিত। রবিবার দ্বিতীয় দিন ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাটিংয়ে নামবেন তারা।
খুলনার বোলাররা শুরুর প্রভাব কেউই ধরে রাখতে পারেননি। শেখ মেহেদী দুটি এবং আব্দুল হালিম ও আল আমিন হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। বৃষ্টির কারণে দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি। মাত্র ৪৪ ওভারে শেষ হয় প্রথম দিন। টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ঢাকা মেট্রো ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০২ রান। আনিসুল ইসলাম ৩৬ রানে আউট হওয়ার পর ইমরান উর জামান ও আইচ মোল্লা মিলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ইমরান ৩৫ ও আইচ ২৬ রানে অপরাজিত আছেন। বরিশালের হয়ে একমাত্র উইকেটটি নেন রুয়েল মিয়া।
সূত্র: ইন্টারনেট