মুদ্রণের সময়ঃ মার্চ ২৫, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৩৩ পি.এম
জামিনের বদলে আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়। এ সময় আসাদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন।
আসাদুজ্জামান আসাদকে আদালতে নিয়ে আসার পর থেকেই আসাদের দলীয় কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেয়া হয়েছিল। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
তিনি আরও জানান, এদিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানোর আবেদন ছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র্যাবের হাতে গ্রেফতার হন। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
সয়টি/ভি/২৬
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক প্রথমপাতা