মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শুভ আলী (১৮) নামের এক আহত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেনে। নিহত শুভ আলী উপজেলার ভালুকগাছী ইউনিয়নের হোজারপাড়া গ্রামের জীবন আলীর ছেলে।
জানাযায়, গত (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ভালুকগাছী ইউনিয়নের হোজারপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছলে ইব্রাহীম এবং একই গ্রামের মৃত ফয়েজ মন্ডলের ছেলে সোহরাব হোসেনের সাথে জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষে শুভ আলী সহ প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়। এলাকাবাসী ও তাদের আতœীয়-স্বজন আহতদের উদ্ধার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত শুভ আলীকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়। মঙ্গলবার (২২ অক্টোবর) শুভর বাবা জীবন আলী বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে শুভ নামের একজনের মৃত্যুতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। শুভর মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আসামীদের আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান।