মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বেহাল সড়কে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা,দ্রুত সংস্কারের দাবি বোয়ালিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধার গোপন অস্ত্র, ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা সন্দেহ তানোরে ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, র‌্যাবের অভিযানে আটক ৫ মুন্ডুমালায় যুব ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত “১০ কেজি গাঁজা সহ ধরা ‘গাঁজা মেম্বার’ এখন দখলবাজ — সত্যি ফাঁসের ভয়ে সাংবাদিককে অপবাদ!” চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সাবেক মেম্বারের দখলদারিত্ব ও অবৈধ কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ক্রীড়া সংগঠক সিরাজুলকে সম্মাননা স্মারক প্রদান চাঁপাইনবাবগঞ্জ সদরে নতুন ইউএনও মো. নুরুল ইসলাম 

জমিজমার বিরোধকে কেন্দ্র করে পুঠিয়ায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মেহেদী হাসান
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:১০ অপরাহ্ন

মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শুভ আলী (১৮) নামের এক আহত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেনে। নিহত শুভ আলী উপজেলার ভালুকগাছী ইউনিয়নের হোজারপাড়া গ্রামের জীবন আলীর ছেলে।
জানাযায়, গত (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ভালুকগাছী ইউনিয়নের হোজারপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছলে ইব্রাহীম এবং একই গ্রামের মৃত ফয়েজ মন্ডলের ছেলে সোহরাব হোসেনের সাথে জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষে শুভ আলী সহ প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়। এলাকাবাসী ও তাদের আতœীয়-স্বজন আহতদের উদ্ধার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত শুভ আলীকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়। মঙ্গলবার (২২ অক্টোবর) শুভর বাবা জীবন আলী বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে শুভ নামের একজনের মৃত্যুতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। শুভর মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আসামীদের আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান।


আরো পড়ুন

মন্তব্য