দেলোয়ার হোসেন সোহেল
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আগামী ৮ মে রাজশাহী তানোরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত বুধবার (১৭ এপ্রিল) এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পূর্ণ হয়েছে দুইজন প্রার্থীর মধ্যে দুজনরই মনোনয়নপত্র বৈধ হয়েছে ফলে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন প্রার্থী অংশগ্রহণ করছেন তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলা-আল মামুন।
বিভিন্ন সূত্রে জানা গেছে দুই প্রার্থীর পছন্দের প্রতীক ভিন্ন ময়নার (কাপ-পিরিচ) ও মামুনের মোটরসাইকেল প্রতিক হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লার সাধারণ ভোটারদের মাঝে প্রার্থীর নামের পাশে প্রতিক নিয়ে আলোচনা শুরু হয়েছে উঠেছে চায়ের কাপে ঝড়।
তবে তানোর উপজেলা নির্বাচন ঘিরে উপজেলার ৭ টি ইউপি ও ২ টি পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লা ও মোড়ের চায়ের দোকানে সরোজমিনে দেখা গেছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নায় প্রচারনা ও জনপ্রিয়তায় এগিয়ে আছে। কারণ হিসাবে দেখা মিলে ২০০৩ সাল থেকে, উপজেলা যুবলীগের দায়িত্ব ও কলমা ইউপির দুই দুই বারের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও
গত ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবারও তানোর উপজেলা পরিষদ নির্বাচনে নৌক প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন সেই হিসাবে বর্তমান উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর কাছে রাজনৈতিক অভিভাবক ও পছন্দের শীর্ষে রয়েছেন তিনি। নির্বাচন ঘিরে উপজেলার বিভিন্ন ইউপিতে ময়নার জনসভা,প্রস্তুতি সভা ও গণসংযোগ চলমানে শতশত আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিত বলে দিচ্ছে আগামীতে চেয়ারম্যান হিসাবে আবারো নির্বাচিত হচ্ছেন ময়না..
অন্য দিকে তানোর উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ কারি প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ-আল মামুন প্রচারনা ও জনপ্রিয়তাই অনেক পিছিয়ে আছে এখনো উপজেলার অনেক এলাকায় গণসংযোগ চালাতে পারেন নি তিনি কারণ হিসাবে বলা যায়, দলের পদ না থাকায় নেতাকর্মী ও জনসাধারণের সাথে দূরত্ব হওয়ায় মূল কারণ বলে মন্তব্য করেছেন এলাকার সাধারণ ভোটাররা।
উল্লেখ্য তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন,ভাইস চেয়ারম্যান পদে দু জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন অংশগ্রহণ করছেন।