মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

নেতার জন্মদিন উদযাপনে মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রী

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
ছাত্র হলে ছাত্রলীগ নেত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে মধ্যরাতে ছাত্রদের হলে প্রবেশ করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাবিহা সায়মন পুষ্পের বিরুদ্ধে।

বুধবার (৮ মে) সজিবুর রহমানের জন্মদিন ছিল। দিনটির শুরুতে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের অতিথিকক্ষে যান ছাত্রলীগ নেত্রী পুষ্প। এসময় কেক কেটে সাধারণ সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্পকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। তবে এ বিষয়ে পুষ্প গণমাধ্যমে জানান, তিনি অপরিচিত কাউকে তার কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না।

তবে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘গেস্টরুমে তো সে একা আসে নাই। ডিপার্টমেন্টের জুনিয়র, সিনিয়র ও ছাত্রলীগের আরও কর্মী ছিল। হলের গেস্টরুমে কেউ আসতে প্রভোস্টের অনুমতি লাগে, এরকম নিয়মের বিষয় কখনো শুনি নাই। প্রত্যেকের মা-বাবা, ভাই-বোন আত্মীয়-স্বজনরা গেস্টরুমে আসতে পারলে ছাত্রীদের আসতে সমস্যা কী?’

মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট (সহযোগী অধ্যাপক) কৌশিক সাহা বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্রী। তিনি বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সি ব্লকের ৪০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে একাডেমিক পড়াশোনা শেষ করেছেন পুষ্প। এরপরও হল ছাড়ছেন না তিনি। অথচ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হল থেকে বের হয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীদের কোনো গেস্ট এলে হল সুপারের সঙ্গে কথা বলে হলের গেস্টরুমে বসতে পারেন। কোনো ছাত্র প্রয়োজনে (কোনো অসুস্থ ছাত্রীকে দেখতে যাওয়া, ওষুধ নিয়ে যাওয়া ইত্যাদি) হলের গেস্টরুমে যেতে পারে। তবে কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনো ছাত্রকে হলে ঢুকতে দেওয়া হয় না। রাত ৮টার পর যাতে কেউ না আসে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।’

অভিযোগের বিষয়ে শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ২৪ 


আরো পড়ুন