চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে চোলাই মদ প্রস্তুতের সময় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল। গতকাল (২৮ এপ্রিল) বিকালে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের দিঘীপাড়া গ্রাম এলাকায় পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরতা হলেন, নাচোল উপজেলার, শ্রী সুফল টুডুর ছেলে শ্রী পরেশ টুডু (৩২), শ্রী সুধীর পাহানের ছেলে শ্রী গনেশ পাহান (৩০) ,ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শ্রী বিশ্বনাথ মুরমুর ছেলে রুপেন মুরমু (৪০) মৃত মদন মুরালী ছেলে শ্রী অজিত মুরালী (২৫), মৃত বুধরাই টুডুর ছেলে শ্রী সুনিল টুডু (৩৪)। এ সময় ১২২০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।