ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুটি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। মোহনপুর উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে দেখা গেছে মোহনপুরে আফজাল হোসেন বকুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আফজাল হোসেন আনারস প্রতিক নিয়ে ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মোমিন শাহ কাপ-পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট। এছাড়াও এনামুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩২৭ ভোট, মেহবুব হাসান রাসেল দোয়াত-কলাম প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৫৮ ভোট ও আলমগীর মোরশেদ মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১হাজার ৬৫১ ভোট।
এদিকে মোহনপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হাবিবা বেগম পদ্মাফুল প্রতিক নিয়ে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডলি আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। এছাড়াও পলিরানি সেলাই মেশিন প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩১ ভোট, রাবিয়া খাতুন কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৬৪ ভোট ও সানজিদা রহমান প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৯৮ ভোট।
অপরদিকে মোহনপুরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিন বেল্লাহ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩০ হাজার ৩৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান তালা প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ১৭৬ ভোট। এছাড়াও কবির হাসান চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৭২ ভোট, আব্দুর রউফ টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট ও মশিউর রহমান উড়োহাজাজ প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৪ ভোট।