মৌসুমী দাস, চারঘাট প্রতিনিধিঃ
চারঘাটে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও চোখের ঘুম হারাম করে দিন রাত নির্বাচনী এলাকা চষে বেড়াছেন। বাড়ি বাড়ি ভোটাদের কাছে গিয়ে মা-জান, বুবু-জান, খালা-জান বলে ভোট প্রার্থনা করছেন।
প্রার্থীরা প্রতীক সংবলিত লিফলেট বিতরণ, মাইকিং, করে নির্বাচনী প্রচারণায় মুখরিত তুলেছেন ফেলেছেন নির্বাচিত এলাকা।
এবারে চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।
এরা হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা খাতুন (প্রজাপতি), ময়না খাতুন (ফুটবল), জান্নাতুল ফেরদৌসী লাবনী (হাঁস), পারভীন আরা (বৈদুতিক পাখা) ও আশা খাতুন (সেলাই মেশিন)।
আগামী ৫ই জুন চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চারঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৪ শত ৩ জন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার রায়হান আলী।