মৌসুমী দাস, চারঘাট প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও উপজেলা ভুমিসেবা সপ্তাহ উদ্ধোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
রবিবার (৯ জুন) বিকেল ৩টায় ভুমি অফিস চত্বরে ৭ দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন চারঘাট উপজেলা ভুমি অফিস।
চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল্লাহ আল মাসুম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ কুমার, জমা সহকারি জীবননেছা মুক্তি, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেবা গ্রহনকারী সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বতর্মানে ভূমি অফিস জনগনের দৌড়গড়ায় সেবা দানে বদ্ধ পরিকর। এখানে ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে ই-নামজারির আবেদন গ্রহন, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মালিকদের নাগরিক নিবন্ধন, মিস কেসের আবেদন গ্রহন, ডিসিআর প্রদান, ভুমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান ও পরার্মশ প্রদান করা হয়। এমনকি ডাকযোগে ভূমি সেবা/মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, হট লাইন সেবা পেতে (১৬১২২) এর সম্পর্কে জনসাধারন কে ধারনা প্রদান করা হবে।
এবিষয়ে নিবার্হী কর্মকর্তা সাইদা খানম বলেন, স্মার্ট ভুমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভুমিসেবা পাচ্ছেন। ভ্রাম্যমান ভূমি সেবা এখন আপনার দ্বারপ্রান্তে সেবায় নিয়োজিত থাকবে। দালালের খপ্পর থেকে বিরত থাকুন, অর্থ লেন-দেন মাধ্যমে ভূমি সেবায় দুরে থাকুন। সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিত করণে ভুমির মালিকগণের প্রতি আহবান জানান তিনি।